Posts

Showing posts with the label [১] ভালোবেসে ঘর ছেড়ে আইসক্রিম বিক্রেতা থেকে হলেন পুলিশ কর্মকর্তা

[১] ভালোবেসে ঘর ছেড়ে আইসক্রিম বিক্রেতা থেকে হলেন পুলিশ কর্মকর্তা

Image
নুরে আলম: [২] অল্প বয়সে ভালোবাসার মানুষকে বিয়ে করে ঘর ছাড়েন অ্যানি। পরিবারের সদস্যরাও দূরে সরিয়ে দেন তাকে। ইন্ডিয়া টাইমস [৩] এক সন্তান হওয়ার পরে স্বামীও ছেড়ে চলে যায় অ্যানির। পরিবার থেকে বিতাড়িত হওয়ার জন্য ফিরতে পারেননি তাদের কাছে। [৪] জীবন চালাতে লেবুর শরবত, আইসক্রিম, হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি শুরু করেন। এভাবে একযুগ কঠোর পরিশ্রম করে অবশেষে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম হন তিনি। কেরালা পুলিশে যোগ দেন অ্যানি। [৫] অ্যানি শিবার বয়স ৩১ বছর।গণমাধ্যমকে নিজের সাফল্যের গল্প শুনিয়েছেন অ্যানি। তিনি জানিয়েছেন, পদোন্নতি পেয়ে আমি কেরালার ভালকারা থানায় দায়িত্ব পেয়েছি। এখানেই আমার সংগ্রামের শুরু। এটা সেই জায়গা যেখানে আমি ছয়মাস বয়সী সন্তানকে নিয়ে দিনের পর দিন কাঁদেছি। কেউ ছিল না আমাকে সহায়তা করার মতো। [৬] জীবিকার প্রয়োজনে ভালকারা শিবগিরি আশ্রমে আমি ছোট একটা দোকান দেই। সেখানে আমি লেবুর শরবত, আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন হাতের তৈরি জিনিসসহ অনেক ছোটখাট ব্যবসা করার চেষ্টা করেছি। কিন্তু কোনোটাই সফলতার মুখ দেখেনি।তখন এক ব্যক্তি আমাকে পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য টাকা দেন। তিনিই আমাকে পুলি...