[১] ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে নীরব মোদির আবেদন খারিজ ব্রিটেনের হাইকোটে
রাশিদুল ইসলাম : [২] ব্রিটেনের আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন করার অনুমতি চেয়েছিলেন ভারতের কোটিপতি হীরা ব্যবসায়ী মোদি। কিন্তু আদালত তার আর্জি প্রত্যাখ্যান করেছে। ৫০ বছর বয়সি নীরব ২০১৯ এর ১৯ মার্চ গ্রেফতার হওয়ার পর দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলেই বন্দি আছেন। ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল এপ্রিলে নীরবকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেন। দি ওয়াল [৩] ব্রিটিশ হাইকোর্টের বিচারক নীরবের পক্ষ থেকে আবেদনের স্বপক্ষে জমা দেওয়া নথিপত্রের ওপর সিদ্ধান্ত নিয়ে স্থির করেছেন যে, গত ফেব্রুয়ারিতে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট ব্যাঙ্ক জালিয়াতি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে বিচারের জন্য তাকে ভারতে প্রত্যর্পণের অনুকূলে যে সিদ্ধান্ত নিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানানোর, তার বিরুদ্ধে আবেদন জানানোর কোনও ভিত্তিই নেই। [৪] নীরব অবশ্য আইনি গাইডলাইন অনুসারে এরপরও মৌখিক আবেদন জানানোর সুযোগ পাবেন ৫টি কাজের দিনের মধ্যে। [৫] নীরব পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) ১৩৫০০ কোটি টাকা জালিয়াতির ঘটনায় ভারতে ওয়ান্টেড। পিএনবি কেলেঙ্কারি গোটা ভারতের ব্যাঙ্কিং শিল্পকে নাড়া দিয়েছিল। তা জানাজানি হওয়ার কয়েক সপ্...