[১] ভারতে গঙ্গার পানিতে ভাসছে গণকবরের লাশ
রাকিবুল আবির: [২] বর্ষার বৃষ্টিপাতে গঙ্গা নদীর পানি বাড়তে থাকায় নতুন সঙ্কটে পড়ে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহর কর্তৃপক্ষ। পানি বাড়তে থাকায় নদীর তীরের বালু সরে গিয়ে বেড়িয়ে আসছে গণকবর। এনডিটিভি [৩] এক সাংবাদিকের গত দুই দিনের ধারণকৃত চিত্রে দেখা যায় পানিতে ভেসে যাচ্ছে মরদেহ, যা উদ্ধার করে এক জায়গায় জড়ো করছে কর্তৃপক্ষ। [৪] ধারণা করা হচ্ছে, এ গণকবরগুলো করোনায় মারা যাওয়া মানুষের। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে গত মে মাসে উত্তর-প্রদেশ ও বিহারে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই চিত্র উঠে আসলে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। [৫] বুধবার প্রয়াগরাজে তোলা একটি ছবিতে সাদা গ্লাভস পরিহিত একটি মৃতদেহের হাত আটকে রয়েছে। আরেকটি ছবিতে দেখা যায়, কাপড়ে মোড়ানো একটি লাশ ভেসে যেতে। গত ২৪ ঘণ্টায় ৪০টি মরদেহ উদ্ধার করে শহর কর্তৃপক্ষ। The post [১] ভারতে গঙ্গার পানিতে ভাসছে গণকবরের লাশ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .