[১] ভারতে একদিনে মারা গেছে ৪০৯০, পশ্চিমবঙ্গে লকডাউন শুরু
সালেহ্ বিপ্লব : [২] আজ সকালে পাওয়া শনিবারের সর্বশেষ তথ্যমতে, ভারতে মোট আক্রান্ত ২ কোটি ৪৬ লাখ। ওয়ার্ল্ডোমিটার [৩] অতিমারি ঠেকাতে পশ্চিমবঙ্গে ১৫ দিনের লকডাউন শুরু হয়েছে আজ রোববার সকাল ৬টা থেকে। আনন্দবাজার [৪] শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী ১৫ দিন কেবল জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। এছাড়া আর সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। [৫] এটিএম পরিষেবা স্বাভাবিক থাকলে ব্যাঙ্ক সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। মুদিখানা এবং বাজার খোলা থাকবে শুধুমাত্র সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। [৬] গণপরিবহন পুরোপুরি বন্ধ, তবে জরুরি প্রয়োজনে রাস্তায় কিছু ট্যাক্সি এবং অটো চলাচলে ছাড় দেয়া হবে।