Posts

Showing posts with the label [১] ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের ছেলেবেলার ছবি

[১] ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের ছেলেবেলার ছবি

Image
স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় দেখায় রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালকে। একা চাহালকেই নয়, বরং তার স্ত্রী ধনশ্রীও অত্যন্ত সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। যদিও একজন সফল ইউটিউবার হওয়ার সুবাদে ধনশ্রীর সোশ্যাল মিডিয়ার তৎপরতা স্বাভাবিক বিষয়। তবে চাহালের সোশ্যাল মিডিয়ার অদ্ভূত সব কাজকর্ম মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সতীর্থদের। [৩] একবার টিকটক ভিডিওয় নিজের বাবার সঙ্গে চাহালের নাচ দেখে রোহিত শর্মা অত্যন্ত অবাক হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আর একবার ক্রিস গেইল হুমকি দিয়েছিলেন যে, এবার তিনি সোশ্যাল মিডিয়ায় ব্লক করবেন চাহালকে এবং সেই সঙ্গে রিপোর্টও করবেন। [৪] যদিও সোশ্যাল মিডিয়ায় সর্বদা মজাদার কিছু পোস্ট করেন চাহাল, এমনটা নয়। বরং ব্যক্তিগত জীবনের বেশ কিছু মুহূর্ত তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন টুইটার, ইনস্টাগ্রামে। যদিও তাতেও মজাদার উপকরণ খুঁজে পান অনুরাগীরা। [৫] যুজবেন্দ্র চাহাল বুধবার (২৬ মে) ছেলেবেলার দুটি ছবি পোস্ট করেন টুইটারে, যা দেখে নেটিজেনদের আপ্লুত হওয়াই স্বাভাবিক। ছেলেবেলার স্মৃতি এই ক্যাপশনে চাহাল নিজের যে দুটি ছবি পোস্ট করেন, তা দেখে তা...