Posts

Showing posts with the label [১] ব্লু অরিজিনের প্রথম ফ্লাইটে মহাকাশে যাবেন বেজোস ও তার ভাই মার্ক

[১] ব্লু অরিজিনের প্রথম ফ্লাইটে মহাকাশে যাবেন বেজোস ও তার ভাই মার্ক

Image
রাশিদুল ইসলাম : [২] ৫ বছর বয়স থেকেই ‘স্বপ্ন দেখতেন’ মার্কিন শীর্ষ কোটিপতি উদ্যোক্তা জেফ বেজোস, আগামী জুলাইয়ে প্রথম ব্লু অরিজিনের ফ্লাইটে মহাকাশ যাত্রায় বেজোসের সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। [৩] অ্যামাজনের চিফ এক্সিকিউটিভ পদ ছাড়ার কথা বেজোসের কারণ তিনি ব্লু অরিজিন সহ নিজের অন্যান্য পছন্দ মনোনিবেশ করতে চান। ইনস্টাগ্রাম পোস্টে বেজোস বলেছেন, ২০ জুলাই ভাইয়ের সঙ্গে সেই যাত্রায় রওনা দেব। [৪] ঘটনাচক্রে ২০ জুলাই অ্যাপোলো ১১র চাঁদে নামার বর্ষপূর্তির দিন। জুলাইয়েই ব্লু অরিজিন প্রথম মহাকাশ ফ্লাইটের একটি আসন নিলাম করবে। সেই নিলামে জয়ীও বেজোস ভাইদের সঙ্গে যাবেন। [৫] বেজোস ও আরেক বিলিওনিয়ার এলন মাস্ক নিজেদের রকেট স্টার্টআপ ব্যবসায় প্রচুর বিনিয়োগ করেছেন। যদিও বেজোসের ব্লু অরিজিন, মাস্কের স্পেস এক্স এখনও পর্যন্ত শুধুমাত্র ক্লায়েন্টদের স্যাটেলাইট অরবিটে পাঠিয়েছেন। The post [১] ব্লু অরিজিনের প্রথম ফ্লাইটে মহাকাশে যাবেন বেজোস ও তার ভাই মার্ক appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .