Posts

Showing posts with the label [১] ব্লাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করলো দিল্লি রাজ্য সরকার

[১] ব্লাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করলো দিল্লি রাজ্য সরকার

Image
রাকিবুল রিফাত:[২] রাজস্থান তেলেঙ্গানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গের পর এবার দিল্লিও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে। বৃহস্পতিবারই রাজ্যটির উপ রাজ্যপাল অনিল বৈজল এ নির্দেশনা জারি করেছেন। বিজনেস স্ট্যার্ন্ডান্ট [৩] ভারতে করোনার মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। বিভিন্ন রাজ্যে এরইমধ্যে অনেক রোগীর সন্ধান পাওয়া গেছে। বর্তমানে দিল্লিতে ব্লাক ফাঙ্গাসে ছয়শোর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। [৪] ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানায় এই ছত্রাকটি বিশেষ করে করোনায় আক্রান্ত রোগীদের ফুসফুসে আক্রান্ত করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই এটি আরোও বিপদজনক। ভারতে এ পর্যন্ত ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১২ হাজার। ব্লাক ফাঙ্গাস ছাড়াও ইয়োলো ও হোয়াইট ফাঙ্গাস নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। সম্পাদনা : রাশিদ The post [১] ব্লাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করলো দিল্লি রাজ্য সরকার appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .