[১] ব্রিটেনের ভিসা না পেয়ে সরকারে উপর চটলেন নেপালি ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক : [২] নেপাল সরকারের উপর চটলেন বাইশ গজের রহস্যময়ী লেগ স্পিনার সন্দীপ লামিচানে। নেপালের এই ভূমি পুত্রের আসন্ন টি-২০ ব্লাস্টে খেলার কথা ছিল। ইংল্যান্ডের এই টুর্নামেন্টে ওরচেস্টারশায়ারের হয়ে খেলার কথা ছিল সন্দীপের। কিন্তু নেপাল সরকার তার ভিসা দেওয়াতে বেশ টালবাহানা করে। ফলে সময় মত ভিসা হাতে পাননি নেপালের এই ক্রিকেটার। এরপরেই তার জায়গায় নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধিকে নিয়ে নিয়েছে ওরচেস্টারশায়ার। [৩] এরপরেই দেশের সরকারের উপর রাগে ফেটে পড়েছেন সন্দীপ লামিচানে। নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের রাগ উগড়ে দিয়েছেন তিনি। সন্দীপ জানিয়েছেন, টি-২০ ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে অংশ নেওয়ার জন্য এক মাস আগে থেকে ব্রিটিশ ভিসার জন্য আবেদন করেছিলাম। আমার বিমানের দিন সামনে চলে আসছিল এবং তাই আপডেট নেওয়ার জন্য প্রতি মুহূর্তে আমি অফিসারদের ফোন করছিলাম, কিন্তু কখনই আমি পরিষ্কার উত্তর পাইনি। [৪] ওরচেস্টারশায়ারের কর্তৃপক্ষের তরফ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে ভিসা না পাওয়ায় সন্দীপ তাদের দলে যুক্ত হতে পারেননি, এবং সেই কারণেই তারা নিজেদের দলে নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধিকে নিতে বাধ্য হ...