[১] বোয়ালমারীতে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
সনত চক্রবর্ত্তী :[২] ফরিদপুরের বোয়ালমারীতে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। স্টেশন রোডস্থ ব্যাংকটির কার্যালয়ে এ উপলক্ষে সোমবার বেলা ১২টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। [৩] ব্যাংকটির ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যাপক হাফেজ মো. মনিরুল ইসলাম, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম বাবু প্রমুখ। [৪] ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান জানান, ফরিদপুর জেলাতে ব্যাংকটির ১৮টি উপশাখার উদ্বোধন করা হবে। বোয়ালমারী উপজেলাতে চারটি উপশাখা শীঘ্রই উদ্বোধন করা হবে। The post [১] বোয়ালমারীতে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .