Posts

Showing posts with the label [১] বৃষ্টিতে বন্ধ ঢাকা লিগের দ্বিতীয় দিনের খেলা

[১] বৃষ্টিতে বন্ধ ঢাকা লিগের দ্বিতীয় দিনের খেলা

Image
মাহিন সরকার : [২] বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ এর প্রথম দিনেই হানা দিয়েছিল বৃষ্টি। থেমে-থেমে বৃষ্টির মধ্যে খেলা মাঠে গড়ালেও মঙ্গলবার ১ জুন দ্বিতীয় দিনের খেলা হচ্ছে না। [৩] সকাল থেকেই প্রবল বৃষ্টি থাকায় এক যোগে ৩ ভেন্যুর ৩টি ম্যাচ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় মিরপুরে প্রাইম দোলেশ্বর-খেলাঘর, বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ-ব্রাদার্স ও বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী-ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হওয়ার কথা ছিল। [৪] কিন্তু বৃষ্টি থাকায় যথাসময়ে মাঠে গড়াচ্ছে না খেলা। দুই দল কমপক্ষে যদি ৫ ওভার করে না খেলতে পারে তাহলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে দু-দলই ১টি করে পয়েন্ট পাবে। [৫] এছাড়া দুপুর দেড়টায় তিনটি ম্যাচে মুখোমুখি হবে দুপুর ১টা ৩০ মিনিট, শেখ জামাল-গাজী গ্রুপ (মিরপুর) প্রাইম ব্যাংক-শাইনপুকুর (বিকেএসপি-৪) মোহামেডান-পারটেক্স (বিকেএসপি)। [৬] সোমবার ৩১ মে প্রথম দিন বিকেএসপিতে হওয়া ওল্ড ডিওএইচএস-রুপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন-প্রাইম দোলেশ্বরের ম্যাচের ফলাফল হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে কোনো দল ব্যাটিং করতে পারেনি। [৭] এছাড়া মিরপুরে আবাহনী-পারটেক্...