[১] বিশ্বখ্যাত এমজিএম স্টুডিও কিনে নিলো অ্যামাজন
সালেহ্ বিপ্লব : [২] যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট জানিয়েছে, ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারে তারা হলিউডের এই আইকনিক স্টুডিওটি পেয়েছে। ফিনল্যান্ড টাইমস [৩] চলচ্চিত্র তৈরিতে মেট্রো গোল্ডউইন মেয়ার (এমজিএম) নামের এই স্টুডিও অ্যামাজন স্টুডিওর অনেক কাজ করে দিয়েছে শুভেচ্ছা হিসেবে। অ্যামাজনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা এমজিএম স্টুডিওর সব স্মারক এবং স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে। সিএনবিসি [৪] ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এমজিএম স্টুডিও এ যাবত চার হাজার সিনেমা বানিয়েছে, যার প্রথম দিকেই আসবে জেমস বন্ড সিরিজের নাম। রয়টার্স [৫] বড়ো পর্দার পাশাপাশি টেলিভিশন কনটেন্টের জন্যও এমজিএম বিখ্যাত। The post [১] বিশ্বখ্যাত এমজিএম স্টুডিও কিনে নিলো অ্যামাজন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .