Posts

Showing posts with the label [১] বিশ্বকাপ বাছাইয়ে কাতারের সঙ্গে লড়াই করে হারলো ভারত

[১] বিশ্বকাপ বাছাইয়ে কাতারের সঙ্গে লড়াই করে হারলো ভারত

Image
স্পোর্টস ডেস্ক : [২] অনেক চড়াই উতরাই পেরিয়েও জয়ের দেখা পেলো না ভারত। দশ জনের দল হওয়ার পরেও দুর্দান্ত লড়াই করেছে ভারত। শেষশেষ স্বাগতিক কাতারের কাছে একমাত্র গোলে পরার্জয় মেনে নেয়। [৩] বৃহস্পতিবার (৩ জুন) রাতে কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৭ মিনিটের মাথায় রাহুল ভেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ম্যাচের বেশিরভাগ সময়টায় ১০ জন নিয়ে খলেতে হয় ভারতকে। তা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালায় দলটি। প্রতিআক্রমণে বেশ কয়েকটা সুযোগ তৈরি করতে পারলেও গোল করতে ব্যর্থ হন মনবীররা। [৪] তবে গুরপ্রীত সিং কাতারের একের পর এক আক্রমণ প্রতিহত না করলে আরো বড় ব্যবধানে হারতে পারত ভারত। ৩৩ মিনিটে আব্দুলাজিজ হাতেমের গোলে এগিয়ে যায় ফিফা র‌্যাঙ্কিংয়ের ৫৮ নম্বরে থাকা কাতার। শেষ পর্যন্ত সেই গোলেই ১০৫ নম্বরে থাকা ভারতের বিপক্ষে জয় নিশ্চিত হয় তাদের। [৫] ৭ ম্যাচ খেলে ৬টিতে জিতে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আসছে বিশ্বকাপের স্বাগতিক কাতার। ভারত এনিয়ে তৃতীয় হারের স্বাদ পেল। ৬ ম্যাচ খেলে এখনো জয় শূন্য দলটি। তিনটি ড্রয়ের সুবাদে ৩ পয়েন্ট তাদের। – জি নিউজ The post [১] বিশ্বকাপ বাছাইয়ে কাতারের সঙ্...