Posts

Showing posts with the label [১] বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল

[১] বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল

Image
স্পোর্টস ডেস্ক : [২] দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার (৫ জুন) সকালে দুর্দান্ত ফুটবল খেলে ব্রাজিল জয় তুলে নেয়। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেন রিচারলিসন ও নেইমার। [৩] ব্রাজিলের স্তাদে বেইরা রিওতে গোল পেতে ঘাম ছুটে যায় স্বাগতিকদের। প্রথমার্ধ থাকে গোলশূন্য। ঘরের মাঠে গোল পেতে এতটা বেগ পেতে হবে ব্রাজিলকে তা কেউ ভাবেনি। ৬৫ মিনিটের মাথায় এসে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। দ্বিতীয় গোলটি আসে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে। গোলটি করেন নেইমার। [৪] বিশ্বকাপ বাছাইয়ে এবার সবাইকে ছাড়িয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। বাছাইয়ের পাঁচ ম্যাচের পাঁচটিতে জয়ে উড়ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপওে কোচ তিতেবাহিনী। – রিওটাইমস/ গোল ডটকম The post [১] বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .