[১] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন দল পাবে ১ মিলিয়ন ৬০ লাখ ডলার
স্পোর্টস ডেস্ক : [২] ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে বিরাট কোহলির ভারত মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। প্রথম দল হিসাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব কার দখলে যাবে সেই নিয়ে ইতিমধ্যেই আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির তরফে ফাইনালের পুরস্কারের ঘোষণাও দেওয়া হল। [৩] টেস্টের সেরা নির্বাচিত হওয়া নিঃসন্দেহে বিশাল গর্বের বিষয়। তাই এই টুর্নামেন্ট জয়ের পুরস্কারমূল্যও টুর্নামেন্টের মান অনুযায়ী হবে বলেই সকলে আশা রেখেছিলেন। তাদের হতাশ না করে বিশাল পুরস্কার মূল্যের কথা জানানো হয় আইসিসির তরফে। [৪] আইসিসি এক বিবৃতিতে জানায়, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিজয়ী দল ১ মিলিয়ন ৬০ লাখ আমেরিকান ডলার এবং আইসিস টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দণ্ড (যা আগে বছর শেষে টেস্ট র্যাঙ্কিংয়ে একে থাকা দলকে দেওয়া হত) পুরস্কার হিসাবে পাবেন। অপরদিকে পরাজিত দল, নয় দলের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য এর অর্ধেক অর্থ পাবে। [৫] তবে ফাইনাল ড্র হলে কী হবে, সেই পথও...