[১] বাংলাদেশের নাগরিকত্ব চায় রোহিঙ্গারা
সাঈদ আহমদ ফেসবুক থেকে: [২] জাতিসংঘের শরণার্থী সংস্থার দুই সহকারী হাইকমিশনারের উপস্থিতির সময় ভাসানচরে গত সোমবার (৩১ মে)রোহিঙ্গাদের প্রথম বিক্ষোভ হয়ে গেলো। [৩] তাদের দাবি- বাংলাদেশ সরকার তাদের নাগরিকত্ব দিবে বলে এনেছিলো।যাহা সম্পূর্ন মিথ্যা নাগরিকত্ব দিতে হবে।বাংলাদেশ সরকার যা নির্যাতন করতেছে তা মায়ানমান সরকার ও করেনি!(অথচ মায়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছিল)। [৪] বি:দ্র:- এরা আসলে কোন প্রকৃতির সেটা ভুক্তভোগী স্থানীয় কক্সাবাজার এলাকার লোকজন ছাড়া কেউ জানেনা। এখন বোঝা যাচ্ছে মিয়ানমার সরকার কেন তাদের বিতাড়িত করেছিল। মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাঈল যেমন নিজভূমি থেকে ফিলিস্তিনের মানুষকে উচ্ছেদ করেছিল তেমনি রোহিঙ্গারা একদিন নিজ ভূমি থেকে বাংলাদেশের মানুষকেই তাড়িয়ে দিতে চাইবে। The post [১] বাংলাদেশের নাগরিকত্ব চায় রোহিঙ্গারা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .