Posts

Showing posts with the label [১] বাংলাদেশসহ পাঁচ দেশের নাগরিকরা বাহরাইনে যেতে পারবেন না

[১] বাংলাদেশসহ পাঁচ দেশের নাগরিকরা বাহরাইনে যেতে পারবেন না

Image
ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ‘রেড লিস্ট’ এ থাকা অন্য ৪ দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। খালিজ টাইমস [৩] দেশটির জাতীয় মেডিকেল টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হচ্ছে। রয়টার্স [৪] বাহরাইনের নাগরিক এবং রেসিডেন্সি ভিসা ধারীরা এই নিষেধাজ্ঞায় পড়ছেন না। তবে প্লেনে বোর্ডিং এর আগে তাদের পিসিআর টেস্ট করতে হবে। বাহরাইন পৌঁছার পর ১০ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। হিন্দুস্তান টাইমস [৪] সৌদি গেজেট জানায়, এই পাঁচ দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে আগত কোভিড টিকা নেওয়া বা না নেওয়া সবাইকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাহরাইনে নিজ নিজ বাড়িতে কিংবা অনুমোদিত স্থানে কোয়ারেন্টাইনে থাকতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব The post [১] বাংলাদেশসহ পাঁচ দেশের নাগরিকরা বাহরাইনে যেতে পারবেন না appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .