[১] ফিরিঙ্গি বাজার এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
রাজু চৌধুরী: [২] ৭০০০ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিএমপি কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার ১৫ জুন এসআই বোরহান উদ্দিন সঙ্গীয় অফিসার এএসআই মোঃ জয়নাল আবেদীন, এএসআই মোঃ আবুল মনছুর, এএসআই রুবেল বড়ুয়া , কনস্টেবল আলী হোছাইন, কনস্টেবল মোঃ শাহজাহান, ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট মোড় হোটেল নেভাল এর সামনে পাঁকা রাস্তার উপর হতে আবুল মনজুর (২৮) এর দেহ তল্লাশি করে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত মোহাম্মদ সাহাব উদ্দিন (৩৪) এর দেহ তল্লাশি করে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই সময় একজন পালিয়ে যায়। তারা জানায় যে, উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সাবাজার জেলার টেকনাফ থানাধীন ৩নং পলাতক মোঃ আবুল কালাম (৩৪) এর কাছ থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়া যাওয়ার জন্য অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ০১টি মামলা রুজু হয়। [৩] পুলিশ জানায়, আবুল মঞ্জুর এর বিরুদ্ধে সিএমপি’র কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে ০১টি মামলা ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে ০২টি মামলা...