Posts

Showing posts with the label [১] ফিফা ও উয়েফার চাপে হার মানবে না রিয়াল মাদ্রিদ

[১] ফিফা ও উয়েফার চাপে হার মানবে না রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস

Image
স্পোর্টস ডেস্ক : [২] ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের পক্ষে সায় দেওয়ায় নিষেধাজ্ঞাসহ নানা ধরনের হুমকি আগে থেকেই ছিল তিন ক্লাবের উপর। আনুষ্ঠানিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে উয়েফা। কিন্তু কোনো কিছুই টলাতে পারছে না ভেস্তে যেতে বসা ইউরোপিয়ান সুপার লিগ আঁকড়ে থাকা তিন ক্লাবকে। যৌথ বিবৃতিতে ইউরোপীয় ফুটবল সংস্থার চাপে মাথানত না করার ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। [৩] গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে সুপার লিগ চালুর ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সমালোচনায় মুখর হয় ভক্ত-সমর্থক, ফুটবল বিশেষজ্ঞ, এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দও। প্রবল চাপ আসতে থাকে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে। চাপের মুখে ৭২ ঘণ্টার মধ্যে নয়টি ক্লাব নিজেদের সরিয়ে নিলেও অনড় অবস্থানে থেকে যায় বিতর্কিত লিগটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা রিয়াল, বার্সেলোনা ও জুভেন্টাস। [৪] তদন্ত শেষে মঙ্গলবার ক্লাবগুলোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় উয়েফা। এর প্রেক্ষিতে পরদিন নিজেদের অবস্থান জানাল ক্লাব তিনটি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, পুরো বিষয়টি আদালতে বিচারাধীন থাকার পরও তাদের ওপর চা...