Posts

Showing posts with the label [১] ফাইলে সই না করায় অফিস ভাঙচুর করল ইউপি চেয়ারম্যান!

[১] ফাইলে সই না করায় অফিস ভাঙচুর করল ইউপি চেয়ারম্যান!

Image
রিংকু কুমার রায়: [২] কাজ না করেই ফাইলে সই করতে না চাইলে কর্মকর্তার অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলী। আবু বক্কর সিদ্দিক মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান-সিয়াধার ইউনিয়ন চেয়ারম্যান। [৩] ঠিকঠাক মতো কাজ না করেই রোববার (২৭ জুন) তিনি হতদরিদ্রদের কাজের (ইজিপি) টাকা উত্তোলনের ফাইলে জোর করে সই নিতে আসবাবপত্র ভাঙচুর করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বরাবর রোববার লিখিত অভিযোগ করেছেন পাট কর্মকর্তা মোহাম্মদ আলী। [৪] তাঁর লিখিত অভিযোগে উল্লেখ্য, গত রোববার অসুস্হ অবস্থায় উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক অফিসে ঢুকে ইজিপিপি’র কাজের ফাইলে সই নেয়ার জন্য চাপ দেয়। কিন্তু ওইসব কাজ ঠিকমতো করা হয়নি। কোনো কোনো রাস্তা শ্রমিক না নিয়ে এসকেভটর দিয়ে মাটি কাটা হয়েছে। ফলে এসব অবৈধ ফাইলে সই দিতে অসম্মতি জানান ওই কমর্কতা। এতেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে অফিসে থাকা চেয়ার ভাঙচুর ক...