Posts

Showing posts with the label [১] ফরিদপুরের ঐতিহ্যবাহী বাবুবাড়ি সংরক্ষণের দাবিতে ২১ সংগঠনের মানববন্ধন

[১] ফরিদপুরের ঐতিহ্যবাহী বাবুবাড়ি সংরক্ষণের দাবিতে ২১ সংগঠনের মানববন্ধন

Image
হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের সালথা উপজেলার বাউষখালী এলাকার ঐতিহ্যবাহী বাবুবাড়ি সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফরিদপুরের ২১টি স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী। ‘বাউষখালী বাবু বাড়ি, সবাই মিলে রা করি’- স্লোগান নিয়ে আজ রবিবার (১৩ জুন) সকাল ১০ টায় সালথা উপজেলা পরিষদের মূল ফটোকের সামনে ২ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষর যুক্ত একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনগলোর নেতৃবৃন্দ। [৩] সালথা উপজেলা শান্তি’র আহ্বান, ফরিদপুর সিটি পেজ/ ফরিদপুর লাইভ গ্রুপ, ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপ, কানামাছি ভোঁ ভোঁ, সেপটোস ফোর, সদরপুর, ফরিদপুর সাইকিস্টস কমিউনিটি, ওয়েলফেয়ার সোসাইটি, ফরিদপুর, সালথা উপজেলা কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ, পাবলিক ইউনির্ভাসিটি এসোসিয়েশন অফ সালথা, ফরিদপুর এক্সপ্রেস, ফরিদপুর পরিবার, সালথা প্রেসকাব, প্রভাতের হাসি ফাউন্ডেশন বল্লভদী, সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন, আমরা করবো জয় ফরিদপুর, ঐতিহাসিক স্থাপনা রক্ষা আন্দোলন, বাউষখালী সালথা, উই কেয়ার ফ...