[১] ফরিদপুরে ৩০১ ব্যাগ রক্ত দিলো সামাজিক সংগঠন ‘ক্ষুধার্তদের আত্মচিৎকার’
হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীতে সামাজিক সংগঠন ক্ষুধার্তদের আত্মচিৎকার গ্রুপ রক্ত দানসহ অসহায় দুঃস্থদের পাঁশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় অসহায় মানুষদের ৩০১ ব্যাগ রক্ত দিয়েছে এ সংগঠনটি। এছাড়া এই গ্রুপের সদস্যরা প্রবাসীদের কাছ থেকে সাহায্য এনে অসহায় দুঃস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করে থাকেন। [৩] উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়িতে বিভিন্ন ফল কিনে পৌঁছে দেন। যারা ওষুধ কিনতে অর্থনৈতিক সংকটে পড়েন ওই সকল রোগীদের ওষুধ কিনে দেন। ক্ষুধার্তের আত্মচিৎকার গ্রুপ মাত্র দেড় বছর আগে বোয়ালমারীতে যাত্রা শুরু করেন। এই দেড় বছরে ৩০১ ব্যাগ রক্ত অসহায় মানুষকে দিয়েছে। এই ৩০১ ব্যাগ রক্তর মধ্যে গ্রুপের সদস্যদের রক্তসহ অন্য জায়গা থেকেও রক্ত সংগ্রহ করে দিয়েছে গ্রুপের সদস্যরা। এই গ্রুপের সদস্যরা হলেন, মোঃ শামীম প্রধান, জং হাবীব, আয়শা মিতু, রাব্বি, যুবায়ের, হানিফ বাধন, সাদি, নাইম প্রমুখ। The post [১] ফরিদপুরে ৩০১ ব্যাগ রক্ত দিলো সামাজিক সংগঠন ‘ক্ষুধার্তদের আত্মচিৎকার’ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .