[১] ফরিদপুরে বজ্রপাতে পৃথকস্থানে ৪ জনের মৃত্যু
হারুন-অর-রশীদ, :[২] ফরিদপুরে বজ্রপাতে পৃথকস্থানে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার বিভিন্ন এলাকায় তাদের মৃত্যু হয়। [৩] তারা হলেন, ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী গ্রামের আনোয়ারা বেগম (৪৮), ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার কবির মোল্লা (৫০), ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে দুলাল খাঁন (৬০) ও মধুখালী উপজেলার চাঁনপুর গ্রামের কবির শেখ (৪০) । [৪] জানা যায়, বিকেলে স্বামী কাবুল শেখ ও সন্তানের সঙ্গে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী আনোয়ারা বেগম। এসময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। [৫] একই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার গোপাল মোল্লার ছেলে কবির মোল্লা (৫০) মাঠে কাজ করছিলেন। বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মারা যান। [৬] ফরিদপুর সদর উপজেলার নথ চ্যানেল ইউনিয়নের দুলাল খাঁন (৬০) ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। বিকেলে বজ্রপাতের কবলে পড়ে তিনি মারা যান।মধুখালীর চাঁনপুরে পাটক্ষেত পরিচর্যার সময় বজ্রপাতে মারা যান কবির শেখ (৪০) নামের এক কৃষক। তিনি ওই এলাকার মবিন শেখের ছেলে। [৭] ফরিদপুর সদর উপজেলা...