Posts

Showing posts with the label [১] প্রতিকূল আবহাওয়ায় চীনে ২১ দৌড়বিদের মৃত্যু

[১] প্রতিকূল আবহাওয়ায় চীনে ২১ দৌড়বিদের মৃত্যু

Image
রাশিদুল ইসলাম : [২] শনিবার সকালে ঝকঝকে রোদের মধ্যে এক’শ কিলোমিটার সিলিন মাউন্টেন ম্যারাথনে অংশ নেওয়ার পর দুপুর একটায় হঠাৎ শিলাবৃষ্টি, তুষারপাত ও ঝড়ো বাতাসে ২১ দৌড়বিদ মারা যান। রোববার চীনের গাংসু প্রদেশের বাইয়াইন সিটির মুখপাত্র বলেন, ‘ইয়োলো রিভার স্টোন ফরেস্টে ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের মধ্যে পাহাড়ের উঁচুতে থাকা দৌড়বিদরা শনিবার দুপুরে হঠাৎ বৈরী আবহাওয়ার কবলে পড়েন।’ সিএনএন/ গ্লোবাল টাইমস [৪] বাইয়াইন সিটি মেয়র ঝং সুচেন বলেন, ‘ম্যারাথনে অংশ নেওয়ার পর ২০ থেকে ৩১ কিলোমিটার অতিক্রম করেছিলেন তারা। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে শিলাবৃষ্টি ও তুষারপাত শুরু হয়। এসময় ঝড়ো বাতাসও ছিল। তাপমাত্রা অনেক কমে যায়। [৫] তিনি বলেন, ‘তাদের কাছ থেকে সাহায্যের বার্তা পাওয়ার পর দ্রুত সেখানে ১২’শ উদ্ধারকর্মী পৌঁছে ১৮ জনের জীবন রক্ষা করে। দুপুরে আবহাওয়া আরও খারাপ হতে থাকে এবং ম্যারাথন বন্ধ ঘোষণা করা হয়। আরও উদ্ধারকারী দল পাঠানো হয়।’ [৬] মেয়র বলেন, খারাপ আবহাওয়ায় আহত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। [৭] সিনহুয়া জানায়, ম্যারাথনে ১৭২ জন অংশগ্রহণ করেন। খারাপ আবহাওয়ার কারণে তাদের অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। তবে ...