Posts

Showing posts with the label [১] পুটিয়ায় অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা সুফলের মুখ দেখেনি

[১] পুটিয়ায় অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা সুফলের মুখ দেখেনি

Image
আবু হাসাদ: করোনা মহামারিতে গত এক বছর যাবত দেশে লকডাউনের কারণে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারী নিদর্শনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা হয়। তবে নানা জটিলতার কারণে রাজশাহীর পুঠিয়ায় স্কুল-কলেজ গুলোতে অনলাইন ক্লাস আলোর মূখ দেখেনি। [৩] উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট কলেজের সংখ্যা ১৮ টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৮ টি, প্রাথমিক বিদ্যালয় ৮৯ টি এবং মাদ্রসা রয়েছে ১৪ টি। এ সকল প্রতিষ্ঠানে প্রথম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজারের অধিক রয়েছে। এছাড়া ব্যাক্ত মালিকানা প্রাইভেট কিন্ডার গার্ডেন রয়েছে প্রায় ২৫ টি। [৪] আজিজুর রহমান নামের একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার একটি ছেলে নবম ও মেয়ে ৫ম শ্রেণীতে পড়ে। করোনার প্রভাবের কারণে কাজ অনেক কমে গেছে। দীর্ঘদিন থেকে সংসার চলছে টেনেকষে। এর মধ্যে ভালো মানের ফোন বা কম্পিউটার কেনার মত সমর্থ আমার নেই। এরকম শুধু আমি একা নেই, আমার মত অনেক শ্রমজীবি পরিবারের ছেলে মেয়েদের একই অবস্থা। স্কুল গুলোতে অনলাইন ক্লাস চললেও প্রযুক্তির অভাবে আমাদের সন্তানরা এতে অংশ নিতে পারেনি। তারা...