[১] পাথরঘাটায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটায় শনিবার (২২ মে) শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় লামিয়া নামের ২বছরের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জানা গেছে। [৩] পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা এলাকায় এই দুঃখজনক ঘটনাটাটি ঘটে। লামিয়ার বাবার নাম ইকবাল। পার্শ্ববর্তী ঘুটাবাছা গ্রামে তাদের বাড়ি। [৪] ঘটনার সময় লামিয়া নানার বাড়ি বেড়াতে আসছিল বলে ঘুটাবাছা এলাকার আইয়ুব আলী মিয়া জানান। বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির নিকটে একটি শাখাখালে পরিবারের সদস্যদের অলক্ষ্যে পড়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে শিশু লামিয়াকে খোঁজাখুঁজি করেন। এসময় প্রতিবেশী মোস্তফা বাড়ির নিকটের ওই শাখাখালের পানিতে ভাসতে দেখেন শিশুটিকে। [৫] তাৎক্ষণিক তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক ডা. জি এম আকবর তাকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন বলে জানা যায়। সম্পাদনা: হ্যাপি The post [১] পাথরঘাটায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .