[১] নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর পায়রা সমুদ্র বন্দরে আগমন
উত্তম কুমার হাওলাদার: [২] নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরে আগমন করেছেন। [৩] বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সড়ক পথে আসেন। তার সাথে ছিলেন পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি, বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। তাদের আগমনে পায়রা বন্দর কর্তৃপক্ষ অভ্যর্থনা জানান। [৪] এ সময় পায়রা বন্দর কর্তৃক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাাফিজুর রহমানসহ পয়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। [৫] প্রতিমন্ত্রী বন্দর কর্তৃপক্ষের আয়োজনে নৈশ ভোজ সভায় অংশগ্রহণ ও বন্দরের ভিআইপি রেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। আগামীকাল শুক্রবার সকালে সড়ক পথে পার্শ্ববর্তী গলাচিপার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্পাদনা: মারুফ হাসান The post [১] নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর পায়রা সমুদ্র বন্দরে আগমন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .