[১] নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক
স্পোর্টস ডস্ক : [২] অনেক চেষ্টা করেও পারলো না নেদার ল্যান্ডস। ১১ জনের বিরুদ্ধে ১০ জন নিয়ে লড়ে হারতেই হলো তাদের। রোববার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি ২-০ গোলে জিতে নিয়েছে চেক রিপাবলিক। তমাস হোলেস প্রথমে এগিয়ে দেন দলকে। পরে ব্যবধান দ্বিগুণ করেন পাত্রিক শিক। [৩] ৫৫ মিনিটে ম্যাথিয়াস দি লিখটের লাল কার্ডে এলোমেলো নেদারল্যান্ডস আর গুছিয়ে উঠতে পারেনি। দি লিখট লাল কার্ড দেখেন ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবল করে। রেফারি ভিএআরে দেখে সিদ্ধান্ত জানান। এর ১৩ মিনিটের মাথায় গোল হজম করেন নেদারল্যান্ডস। তমাস হোলেস বল জালে জড়ান। ৮০ মিনিটে তার এসিস্ট থেকেই ব্যবধান ২-০ করেন শিক। [৪] আধ ঘণ্টারও বেশি সময় ১০ জন নিয়ে খেলা নেদারল্যান্ডস এর আগে সুযোগ তৈরি করেছে বেশ ক’টি। কিন্তু কাজে লাগাতে পারেনি কোনোটাই। প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করে চেক রিপাবলিকও। কোনো মতে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় নেদারল্যান্ডস। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। শেষ আটে শনিবার ডেনমার্কের মুখোমুখি হবে চেক রিপাবলিক। – গোল ডটকম The post [১] নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক appeared firs...