[১] নেত্রকোণায় ভারত ফেরত এক জনের মৃত্যু
সুস্থির সরকার:[২] নেত্রকোণার পূর্বধলায় ভারতেফেরত ১ জন মারা গেছেন। পরিবারের অন্য লোকজন কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান জানান, গত ১৪ মার্চ ক্যান্সারে আক্রান্ত আবুল কালামের ছেলে মো: সেলিমকে চিকিৎসার জন্যে ভারতে নিয়ে যাওয়া হয়। সাথে যান সেলিমের বাবা ও তার স্ত্রী বিলকিছ বেগম। [৩] গত ১৮ মে ভারতে মারা যান সেলিম। গত ২০ মে বেনাপোল সীমান্ত দিয়ে লাশ নিয়ে দেশে আসার পর গতকাল সকাল ১১টার দিকে বাড়িতে পৌছান।দুপুরে লাশ দাফন করা হয়। খবর পেয়ে সন্ধ্যায় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ তাদের বাড়িতে যান। [৪] মৃত সেলিমের সর্বশেষ করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। তবুও আগাম সতর্কতা হিসেবে ভারত ফেরত দুইজন ও সংস্পর্শে আসায় একজনকে রাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। [৫] কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত দুইজন হচ্ছেন, পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামের মো: আবুল কালাম (৫৫) ও তার পুত্রবধূ বিলকিছ বেগম (২২)। তাদের স্বজন আবুল কালামের স্ত্রী । অন্যজনকে অজ্ঞাত রেখেছেন প্রশাসন।সম্পাদনা:অনন্যঅ আফরিন