[১] নেগেটিভ মা জন্ম দিলেন পজেটিভি শিশু
হ্যাপি আক্তার: [২] মা করোনা নেগেটিভ কিন্তু জন্মের পরই করোনা পজিটিভ হলো তাঁর সদ্যোজাত সন্তান। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়। কি কারণে এমনটি সম্ভব হলো তা ভেবে পাচ্ছেন না ডাক্তার ও হাসপাতালের কর্মীরা। সংবাদ প্রতিদিন [৩] গত ২৪ মে ২৬ বছর বয়সী এক অন্তঃসত্ত্বাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এসএস হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাঁর করোনা পরীক্ষায় দার নেগেটিভ আসে। এরপর ২৫ মে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। সদ্যোজাতের করোনা পরীক্ষায় তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এমন আশ্চর্য ঘটনা দেখে সকলেই বিস্মিত হয়ে গিয়েছেন। আপাতত বিষয়টি খতিয়ে দেখছেন ডাক্তাররা। [৪] জন্ম দেয়া মা ও আত্মীয়রাও চমকে গিয়েছেন এ খবরে। সদ্যোজাতের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা খুব বিরল নয় কিন্তু যেখানে মা সংক্রমিত নন, সেখানে জন্মের পরই সদ্যোজাতের শরীরে কী করে মারণ ভাইরাসের সন্ধান পাওয়া গেল, সেটাই হয়ে উঠেছে বড় প্রশ্ন। [৫] উত্তরপ্রদেশের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই আবারও মা ও সন্তান, দু’জনেরই করোনা পরীক্ষা করে দেখা হবে। [৬] হাসপাতালের মেডিকেল সুপারিটেন্ডেন্ট ডা. কে ...