[১] নিউ মেক্সিকোতে বেলুন দুর্ঘটনায় পাইলটসহ নিহত চার
সাখাওয়াত হোসেন: [২] স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের আলবোকারকোতে একটি বেলুন ৩০ মিটার উড্ডয়নের পর মাটিতে পরে যায়। সঙ্গে সঙ্গে বেলুনটি ফেটে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলো। এতে বেলুনের ঝুড়িতে থাকা একজন মহিলা ও পাইলটসহ চার জন নিহত হয়েছে। এছাড়া একজন গুরুতর আহত হয়েছে যার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। বিবিসি [৩] দেশটির ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিসট্রিশন(এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, মূলত বেলুনের গ্যাসে আগুন ধরার আগেই এটি একটি বৈদ্যুতিক লাইনের উপর পড়ে গিয়েছিলো। এতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঐ অঞ্চলের ১৩ হাজারেরও অধিক মানুষ এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। [৪] একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছে, এটি ছিলো খুবই হৃদয় বিদারক দৃশ্য। বেলুনের ঝুড়ির মধ্যে থাকা ব্যক্তিরা একদমই নড়তে পারছিলো না। পুলিশ জানিয়েছে, ন্যাশনাল সেইফটি বোর্ড ও এফএএ এই ঘটনার কারণ অনুসন্ধান করছে। The post [১] নিউ মেক্সিকোতে বেলুন দুর্ঘটনায় পাইলটসহ নিহত চার appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .