Posts

Showing posts with the label [১] নাসির ও অমির বিরুদ্ধে আরও দুই মামলা হবে: পুলিশ

[১] নাসির ও অমির বিরুদ্ধে আরও দুই মামলা হবে: পুলিশ

Image
বাশার নূরু: [২] চিত্রনায়িকা পরীমণিকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে আরও দুটি মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। [৩] গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, সাভার থানার মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। [৪] গ্রেপ্তারকৃত তিন নারী যদি রাজি হয় তাহলে তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগ এনে আরও একটি মামলা করা হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে তিনি জানান। [৫] এই গোয়েন্দা কর্মকর্তা জানান, উত্তরার যে বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি স্নিগ্ধা নামের নারীর। এই বাসায় নাসির ও অমি ‘আমোদ-ফুর্তি’ করতে আসতেন,” বলে দাবি করেন তিনি। [৭] গ্রেপ্তার অভিযানের সময় ওই বাসা থেকে এক হাজার ইয়াবা ও বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ-বিয়ার উদ্ধার করা হয়। The post [১] নাসির ও অমির বিরুদ্ধে আরও দুই মামলা হবে: পুলিশ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .