Posts

Showing posts with the label [১] নারীর টোপে মেহুল চোকসিকে ফাঁদে ফেলে পুলিশ

[১] নারীর টোপে মেহুল চোকসিকে ফাঁদে ফেলে পুলিশ

Image
রাশিদুল ইসলাম : [২] বান্ধবীর সঙ্গে রোম্যান্টিক সফরে যাচ্ছিলেন মেহুল চোকসি। তবে অ্যান্টিগুয়া থেকে কিউবার পথে সেই যাত্রা খুব একটা সুখের হল না শেষমেশ। মাঝপথেই ডোমিনিকায় ধরা পড়েছেন কুখ্যাত হিরে ব্যবসায়ী। তার বিরুদ্ধে ভারতের বিভিন্ন ব্যাংক থেকে সহস্রাধিক কোটি রুপি ঋণ নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে। [৩] অ্যান্টিগুয়া থেকে নিছক ঘুরতে কিউবায় যাচ্ছিলেন না মেহুল চোকসি। তিনি আসলে পালাচ্ছিলেন সে দেশে। যেহেতু কিউবায় প্রত্যর্পণের কোনও আইন নেই, তাই আপাতত কিউবাতেই থেকে যাওয়ার পরিকল্পনা করেছিলনে তিনি। কিন্তু মাঝপথে ধরা পড়ে যান ডোমিনিকায়। [৪] তবে তাঁর বান্ধবীও আটক হয়েছেন কিনা, তিনি কোন দেশের নারী তা স্পষ্ট করে কিছু জানা যায়নি। ওই নারী চোকসিকে ধরার পরিকল্পনার সঙ্গেই যুক্ত ছিলেন। অ্যান্টিগুয়াতেই থাকছিলেন তিনি। সকাল সন্ধে হাঁটতে বেরোনোর সময় নিজেই তিনি যেচে আলাপ ও বন্ধুত্ব করেন চোকসির সঙ্গে। [৫] পুলিশের হাতে ধরা পড়ার সময়ে তার সঙ্গে ছিলেন বান্ধবী। হয়তো পালানোও যাতে যথেষ্ট রোম্যান্টিক ও আনন্দের হয়, সেই ভাবনাই ছিল চোকসির! সময়ও কাটাচ্ছিলেন তেমনই। কিউবা যাওয়ার পথে ডোমিনিকায় বান্ধবীর সঙ্গে নৌকা বিহারের সম...