[১] নতুন স্বপ্ন নিয়ে লঙ্কা সফরের জন্য তৈরি ভারতের নতুন টিম ইন্ডিয়া
স্পোর্টস ডেস্ক: [২] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন অতীত। নতুন করে নতুন পথে হাঁটতে প্রস্তুত নতুন টিম ইন্ডিয়া। রবি শাস্ত্রী ও বিরাট কোহলিদের টিম ইন্ডিয়ার পরে এবার সকলের নজর রাহুল দ্রাবিড় ও শিখর ধাওয়ানদের টিম ইন্ডিয়ার দিকে। ভারতের আসন্ন শ্রীলঙ্কা সফরের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। [৩] আগামী ১৩ই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও ভারতের সাদা বলের সিরিজ। যেখানে ভারত ও শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলবে। তার জন্য মুম্বইয়ের টিম হোটেলে ১৪ দিনের কোয়রিন্টাইন রয়েছে ভারতের আরও একটি দল। যারা সাদা বলের সিরিজ খেলতে শ্রীলঙ্কা রওনা হবে। [৪] বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডের মাটিতে, তখন শ্রীলঙ্কা সফরের জন্য শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতের এই দল মুম্বইয়ের টিম হোটেল জিম পর্ব সারছেন, এবং ক্রিকেটাররা নিজেদেরকে ফিট রাখছেন। শিখর ধওয়নের নেতৃত্বে বেশ কিছু নতুন মুখকে খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার এই সফরে। সেই তরুণ তারকারা এবার জিমে অনুশীলন করতে নামলেন দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়ারা। প্রথমবার ভারতের জার্সি পেয়ে কতটা উচ্ছ্বসিত সেটা নিজেদের মুখেই জানালেন...