[১] দ্বিতীয় ধাপে চীন থেকে আরও ১০ লাখ সিনোফার্মের টিকা দেশে এলো
আখিরুজ্জামান সোহান: [২] চীনের সিনোফার্ম থেকে কেনা আরও ১০ লাখ ডোজ করোনা টিকা শনিবার (৩ জুলাই) সকাল পৌনে ছয়টার দিকে ঢাকায় পৌঁছেছে। [৩] এর আগে শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। এ নিয়ে ছয় ঘণ্টার ব্যবধানে সিনোফার্মের মোট ৩০ লাখ ডোজ করোনার টিকা পেল বাংলাদেশ। [৪] ১৯ জুন চীন থেকে উপহার হিসেবে ১১ লাখ ডোজ টিকা পেয়েছিল বাংলাদেশ। সিনোফার্মের কাছ থেকে সরকার দেড় কোটি টিকা কেনার চুক্তি করেছে। এরমধ্যে ৩০ লাখ ডোজ এলো। [৫] এছাড়া শুক্রবার (২ জুলাই) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ১২ লাখ ডোজ মডার্নার টিকা এসে পৌঁছায়। টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার এই টিকা পেল বাংলাদেশ। [৬] সব মিলে মাত্র আট ঘণ্টার ব্যবধানে ৩২ লাখ ডোজ টিকা দেশে এলো। The post [১] দ্বিতীয় ধাপে চীন থেকে আরও ১০ লাখ সিনোফার্মের টিকা দেশে এলো appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .