[১] দেবিদ্বার পৌরসভার লাগানো আগুনে ময়লার সাথে পুড়ছে গাছ
শাহিদুল ইসলাম : [২] দেবিদ্বার পৌরসভার নির্দিষ্ট ময়লা ফেলার ডাম্পিং ষ্টেশন না থাকায় যত্রতত্র ময়লা ফেলে পুড়িয়ে ফেলার আগুনে দুষিত হচ্ছে পরিবেশ ও নিধন হচ্ছে মহামুল্যবান অক্সিজেন ফ্যাক্টরী গাছ। [৩] কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে দেবিদ্বার পৌর এলাকাধীন শাইলচর। সড়কের দু’পাশে রয়েছে সবুজ বনজ বৃক্ষ। বেশ ক’বছর ধরে দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থান ও পৌর এলাকার ময়লা ফেলা হচ্ছে মহাসড়কের পাশে। দুর্গন্ধে বায়ুদূষণ হচ্ছে, নষ্ট হচ্ছে পরিবেশ। [৪] এ অবস্থা শুধু শাইলচর এলাকাতেই নয় দেবিদ্বার পৌর এলাকাধীন বারেরা সরকার বাড়ির সামনে,ফুলগাছতলা, বানিয়াপাড়া আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং দেবিদ্বার উত্তরপাড়া এলাকার মাজেদা আহসান মুন্সী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়কেও লক্ষণীয়। [৫] এসব আবর্জনা আবার জীবানু না ছড়ানোর জন্য পৌরসভা কতৃক আগুন জ্বালিয়ে পুড়িয়েও দেওয়া হচ্ছে। এতে সড়কের পাশের মহামূল্যবান গাছগুলোও পুড়ে যাচ্ছে আগুনে। স্থানীয় একাধিক ভুক্তভেগী জানায়, শাইলচর এলাকায় বহু গাছ সাম্প্রতিক সময়ে ময়লা-আবর্জনার তেজষ্ক্রিয়তায় মরে নিচিহ্ন হয়ে গেছে। [৬] মহাসড়কের পাশে বাড়ি মোঃ আলমঙ্গীর সরকার জানান, ময়লা...