[১] দুবাই বিমানবন্দর ’টার্মিনাল এক’ পুনরায় চালু ২৪ জুন
ওবায়দুল হক মানিক আমিরাত থেকে: [২] বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ দুবাই বিমানবন্দরের যাত্রীদের জন্য এক বিজ্ঞপ্তি জারি করেছে। [৩] গত ২০ জুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আগামী ২৪ তারিখ থেকে বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট দুবাই বিমানবন্দরের টার্মিনাল ১ থেকে আসা যাওয়া করবে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত টার্মিনাল ১ থেকে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট পরিচালনা করবে। করোনার উপদ্রবের কারণে দীর্ঘ ১৫ মাস বন্ধের পর চালু হচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এর কার্যক্রম। The post [১] দুবাই বিমানবন্দর ’টার্মিনাল এক’ পুনরায় চালু ২৪ জুন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .