Posts

Showing posts with the label [১] দিল্লিতে বিবাহ অনুষ্ঠান ও জিমনেশিয়াম খোলার অনুমোদন

[১] দিল্লিতে বিবাহ অনুষ্ঠান ও জিমনেশিয়াম খোলার অনুমোদন

Image
সাখাওয়াত হোসেন: [২] মূলত কোভিডের দৈনিক সংক্রমণ নিম্নগতি হওয়ায় ভারতের দিল্লি রাজ্যে এ অনুমোদন দিয়েছে সরকার। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে প্রশাসনের একজন কর্মকর্তা। তবে জিমনেশিয়াম ও ইয়োগা কেন্দ্রে কোনোভাবেই ধারণ ক্ষমতার ৫০ শতাংশের চেয়ে বেশি মানুষ একসঙ্গে অনুশীলনে আসতে পারবে না। এনডিটিভি [৩] এছাড়া কমিউনিটি সেন্টারেও বিবাহ অনুষ্ঠান করার অনুমোদন দেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে, ৫০ শতাংশের অধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। কোভিড স্বাস্থ্যবিধি এতো শিথিল করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, এর ফলে কোভিড সংক্রমণ আবারো বেড়ে যেতে পারে। [৪] গত ২৪ ঘন্টায় ভারতের দিল্লি রাজ্যে ৮৫ জন কোভিড সংক্রমিত হয়েছে। এটি গত বছরের মে মাসের পরে সর্বনিম্ন সংখ্যা বলে জানেিয়ছে সরকার। এর আগে ১৪ জুন ও ২০ জুন মদের দোকান, রেস্টুরেন্ট ও সেলুন খোলার অনুমোদন দিয়েছিলো রাজ্য সরকার। The post [১] দিল্লিতে বিবাহ অনুষ্ঠান ও জিমনেশিয়াম খোলার অনুমোদন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .