Posts

Showing posts with the label [১] দরজা কেটে ট্রাক চালককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

[১] দরজা কেটে ট্রাক চালককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

Image
সুজন কৈরী : [২] রাজধানীর বিমানবন্দর সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার ও একটি ড্রামবাহি ট্রাক। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। [৩] প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর সড়কে লা মেরিডিয়ান হোটেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ড্রামবাহি ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রাক চালক এবং হেলপার আহত হন। হেলপার আরিফ হোসেন (২৭) ট্রাকটিতে আটকা পড়েন। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অত্যাধনিক যন্ত্র ব্যবহার করে ট্রাকের দরজা কেটে আরিফকে উদ্ধার করেন। পরে তাকে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। [৪] কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, পূর্বাচল ৩০০ ফিট থেকে গাজীপুর যাওয়ার পথে এয়ারপোর্ট রোডে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রামবাহি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৩-৪০৮১) দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে অত্যাধনিক যন্ত্র ব্যবহার করে আহত অবস্থায় ট্রাক হেলপারকে উদ্ধার করে হাসপাতালে...