[১] তিন ফরমেটেই বাদ আসগর; অধিনায়ক ছাড়াই সহ-অধিনায়কের নাম ঘোষণা
স্পোর্টস ডেস্ক: [২] আফগানিস্তান ক্রিকেটে অধিনায়ক বদল খুব একটা নতুন ঘটনা না। আবারো তিন ফরম্যাটের নেতৃত্বই পরিবর্তন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। [৩] গত ২০১৯ বিশ্বকাপে হঠাৎ অধিনায়ক করা হয় গুলবাদিন নাইবকে। তার নেতৃত্বে বিশ্বকাপে ভরাডুবির পর নেতৃত্ব তুলে দেওয়া হয় রশিদ খানের হাতে। তাকে সরিয়ে ২০১৯ সালের ডিসেম্বরে অধিনায়ক করা হয় পুরানো অধিনায়ক আসগর আফগানকে। [৪] এবার আবারো আসগরকে অব্যাহতির ঘোষণা দিয়ে টেস্ট ও ওয়ানডের নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে আফগান বোর্ড। টেস্ট ও একদিনের ক্রিকেটে এখন থেকে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদী। এই দুই ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রহমত শাহ। রহমত শাহ এর আগে টেস্টের অধিনায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। [৫] এদিকে টি-টোয়েন্টিতে আফগান দলকে নেতৃত্ব দিবেন সেটা জানাইনি বোর্ড তবে এই ফরম্যাটে দলের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে এসিবি। সহ অধিনায়ক করা হয়েছে সাবেক অধিনায়ক রশিদ খানকে। [৬] এদিকে আসগর আফগানের বাদ দেওয়ার কারন বলা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ভরাডুবির কারণে। এসিবি জানায়, জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে আফগান...