Posts

Showing posts with the label [১] টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কোন দলকে ফেভারিট বললেন রিচার্ড হ্যাডলি?

[১] টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কোন দলকে ফেভারিট বললেন রিচার্ড হ্যাডলি?

Image
স্পোর্টস ডেস্ক : [২] প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের ক্রিকেটাররা আপাতত মুম্বইতে কোয়ারেন্টাইন করছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য টিম ইন্ডিয়া নিজেদের সেরাটা দিতে তৈরি। ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরম্যাটের সবচেয়ে সম্মানজনক লড়াই বলে কথা। সেই মঞ্চে দুই দলের ২২ জনের মধ্যে তফাত গড়ে দিতে পারেন বিরাট কোহলি। আগ্রাসী মনোভাবের জন্যই ভারত অধিনায়ক গোটা ক্রিকেট বিশ্বে সমাদর পান। এমনটাই মনে করেন স্যর রিচার্ড হেডলি। [৩] আগামী ১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে নামবে ভারত। এই মহা যুদ্ধের আগে ভারত অধিনায়কের প্রশংসা করলেন কিউইদের প্রাক্তন অধিনায়ক। তবে এই ফাইনালে সেরা বেছে নিতে নারাজ টেস্টে ৪৩১ উইকেটের মালিক। এক সাক্ষাৎকারে হেডলি বলেন, বিরাট বড্ড আবেগপ্রবণ। [৪] মাঠে ওর উপস্থিতি দেখলেই সেটা বোঝা যায়। ভারতের মতো ক্রিকেট পাগল দেশের অধিনায়কত্ব করা মোটেও সহজ ব্যাপার নয়। তবে সব চাপ ও একাধিক বাধা সামলে বিরাট ওর আগ্রাসী মনোভাবকে সম্বল করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খেলায় জেতার জন্য ওর লড়াকু মনোভাব যে কোনও ক্রীড়াবিদের কাছে শিক্ষণীয়। আর এই সব গুনের জন্যই কিন্তু ক্রিকেট দুনিয়ার কা...