[১] টেকনাফে পৌনে ৮ হাজার ইয়াবাসহ আটক দুই
ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এলাকা থেকে পৌনে আট হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র্যাব। [৩] শুক্রবার বিকেলে হোয়াইক্যং ইউপি নয়াপাড়া রাইচ মিলস সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। [৪] আটককৃতরা হলেন, হ্নীলা ইউপি রঙ্গিখালী এলাকার জাকির আহম্মদের ছেলে মোঃ আল মামুন প্রকাশ ফাহিম (১৯) ও পূর্ব ফুলের ডেইল এলাকার মোঃ সালেহ (১৯)। [৫] এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব ১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হোয়াইক্যং ইউপি নয়াপাড়া মুনাফ মেম্বারের রাইচ মিলস এর সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়। র্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়। [৬] তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ...