Posts

Showing posts with the label [১] টিকা নিয়ে মৃত্যুর পর ৪১ বছরের কম বয়সীদের টিকাদান বন্ধ করল বেলজিয়াম

[১] টিকা নিয়ে মৃত্যুর পর ৪১ বছরের কম বয়সীদের টিকাদান বন্ধ করল বেলজিয়াম

Image
রাশিদুল ইসলাম : [২] মৃত্যু ছাড়াও দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়াও। ৪০ বছরের উর্ধে হলেই শুধু নাগরিকদের জনসন অ্যান্ড জনসনের কোভিড ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক করল বেলজিয়াম সরকার। দি ওয়াল [৪] কিছুদিন আগে এক অনূর্ধ্ব ৪০ বছরের নারী জনসনের টিকা নেওয়ার পর থ্রম্বসিস ধরা পড়ে। হু হু করে নামতে থাকে রক্তের প্লেটলেটের পরিমাণ। কয়েকদিন পর মারাও যান তিনি। খবর জানাজানি হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি আলোচনার পর ভ্যাকসিন বন্ধের ঘোষণা করা হয়। [৫] আগামী দিনে জনসনের টিকা ফের চালু হবে কিনা, সেটা ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সিসের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। [৬] জনসন অ্যান্ড জনসনের এই টিকা সিঙ্গল ডোজ। অর্থাৎ, একবার দিলেই কাজ শেষ। দ্বিতীয় ডোজের দরকার পড়ে না। যে কারণে বেলজিয়ামের তরুণ নাগরিকদের পাশাপাশি শারীরিকভাবে অক্ষম বয়স্ক মানুষ এবং ভবঘুরেদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। মৃত্যুর ঘটনায় কম বয়সিদের ভ্যাকসিনেশন আপাতত বন্ধ হলেও বাকিদের আগের মতোই টিকা দেওয়া হবে। সরকারি নির্দেশিকায় একথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। The post [১] টিকা নিয়ে মৃত্যুর পর ৪১ বছরের কম বয়সীদের টিকাদান বন্ধ করল বেলজিয়াম appeared firs...