Posts

Showing posts with the label [১] ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

[১] ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

Image
মাহফুজুর রহমান: [২] সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে আক্রান্ত আর মৃত্যু দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। [৩] জেলার সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ১’শ ৪৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৬৪ দশমিক ৫৮ ভাগ। [৪] এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ২’শ ২৬ জনে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ জানান, বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৮৫ জন রোগি। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। বাড়তি রোগীর কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্টরা। সম্পাদনা: জেরিন আহমেদ The post [১] ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .