[১] জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে ইসির দক্ষতার অভাব আছে: ইফতেখারুজ্জামান
মিনহাজুল আবেদীন: [২] বুধবার বিবিসি বাংলায় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার পাশাপাশি পাসপোর্ট সেবার ক্ষেত্রে দালালচক্র এবং দুর্নীতি রয়েছে। এই পরিস্থিতি উভয় সংকটের কারণেই সৃষ্টি হয়েছে। [৩] তিনি বলেন, দায়িত্বের হাত বদল করলেই সমস্যাগুলোর সমাধান হবে, সে ব্যাপারে সন্দেহ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে দায়িত্ব বদলের সিদ্ধান্তের কারণ সম্পর্কে সেভাবে কিছু বলা হয়নি। [৪] তথ্য মতে, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ছবিসহ ভোটার তালিকা তৈরির অংশ হিসেবে প্রথমে ভোটার পরিচয়পত্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিলো। সেই প্রক্রিয়াতেই ভোটার পরিচয়পত্রের বদলে জাতীয় পরিচয়পত্র করা হয়। তখন সেনাবাহিনীর সহায়তায় নির্বাচন কমিশন ডাটাবেজ তৈরি করে জাতীয় পরিচয়পত্র দিয়েছিলো। বর্তমানে ১১ কোটি ১৭ লাখের বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত আছে। [৫] নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, একই জনবল, একই যন্ত্রপাতি, একই ডাটাবেজ-সার্ভার দিয়ে ভোটার তালিকার সঙ্গেই জাতীয় পরিচয়পত্র করা হয়েছে। আমাদের তো জাতীয় পরিচয়পত্রের জন্য আলাদা জনবল বা...