Posts

Showing posts with the label [১] জকিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কিশোরের মৃত্যু

[১] জকিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কিশোরের মৃত্যু

Image
রহমত আলী হেলালী: [২] জকিগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সালমান আহমদ (১৫) নামের এক কিশোর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলশাহ গ্রামের মৃত আব্দুল আজিজের পূত্র। [৩] রোববার (১৬ মে) রাত ৯টার দিকে নিজ বসতঘরের কাজ করতে গিয়ে দরজায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লুটে পড়ে। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। [৪] স্থানীয় ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল বলেন, সালমানের লাশ বর্তমানে জকিগঞ্জ সরকারি হাসপাতালে রয়েছে। পরিবারের দাবীর প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি গ্রহণের চেষ্টা করছি। [৫] জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম বলেন, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি