[১] চুয়াডাঙ্গায় পর্ণগ্রাফি মামলায় জুয়েল রানা নামে এক যুবক গ্রেপ্তার
সোহেল রানা ডালিম : [২] শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে তাক আটক করা হয়। গ্রেপ্তার জুয়েল রানা(৩০)চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চক পড়া গ্রামের মৃত আব্দুর রহিম এর ছেলে। [৩] পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার জুয়েল রানা তার বাড়ীর পাশে একটি পরিবারের নারী সদস্যদের গোসলের ভিডিও রেকর্ড করে তার মুঠোফোনে। বিষয়টি বুঝতে পেরে ওই পরিবারের পক্ষ থেকে সদর থানার অভিযোগ দায়ের করলে দ্রুত অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয় । শনিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছেন সদর থানার পুলিশ। [৪] জুয়েলকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট মামলায় শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।সম্পাদনা : সাদেক আলী