Posts

Showing posts with the label [১] চুক্তি বিতর্কের মধ্যেই ফিফা নির্বাসন! চরম বিপাকে ইষ্টবেঙ্গল ক্লাব

[১] চুক্তি বিতর্কের মধ্যেই ফিফা নির্বাসন! চরম বিপাকে ইষ্টবেঙ্গল ক্লাব

Image
স্পোর্টস ডেস্ক : [২] বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি বিতর্ক অব্যাহত। এর মধ্যেই এবার ফিফার নির্বাসনের মুখে পড়লো লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যাবহী ক্লাব। ফুটবলের পরিভাষায় ইস্টবেঙ্গলের ওপর লাগু হয়েছে ট্র্যান্সফার ব্যান। যার অর্থ ফুটবলারদের বকেয়া বেতন না মেটানো পর্যন্ত ইস্টবেঙ্গল আর নতুন কোনও ফুটবলারকে সই করাতে পারবে না। এই একই নির্বাসনের শাস্তি নেমে এসেছে আইএসএলের আরেক ফ্র্যাঞ্চাইজি কেরালা ব্লাস্টার্সের ওপর। [৩] ইস্টবেঙ্গল যেমন তাদের প্রাক্তন ফুটবলার ও কোস্তারিকার বিশ্বকাপার জনি আকোস্তার বকেয়া টাকা মেটায়নি, তেমনই দক্ষিণ ভারতের দলও মাতেজ পোপলাতনিকের বাকি টাকা দেয়নি। ফিফা-র প্লেয়ার স্ট্যাটাস কমিটি ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্সের নির্বাসনের বার্তা এআইএফএফ-কে জানিয়ে দিয়েছে। ফেডারেশন তা দুই ক্লাবকে পৌঁছে দিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা দুই ক্লাবের ওপর থেকে এই ট্র্যান্সফার ব্যান তখনই তুলে নেবে, যখন আকোস্তা ও পোপলাতনিক বকেয়া টাকা পেয়ে যাবেন। [৪] শ্রী সিমেন্টের আগে ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা ছিল কোয়েস। লাল-হলুদের সঙ্গে বিচ্ছেদের পর তারা জানিয়ে দিয়েছিল যে ফুট...