Posts

Showing posts with the label [১] চাকরি গেল মোসাদ প্রধানের

[১] চাকরি গেল মোসাদ প্রধানের

Image
রাশিদুল ইসলাম : [২] গাজায় ইসরায়েলি হামলার পর চাকরি গেল মোসাদ প্রধান ইয়োসি কোহেনকে সরিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে পারমানবিক সমঝোতায় ফিরে আসার জন্যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ ভিয়েনায় আলোচনা শুরুর আগে তা বন্ধ করতে বিশেষ মিশন নিয়ে কোহেনকে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করতে পাঠিয়েছিলেন নেতানিয়াহু। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ  নেতাদের সঙ্গে দেখা করেন। জেরুজালেম পোস্ট [৩] ভিয়েনা আলোচনায় ৯৫ শতাংশ অবরোধ প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে আলোচনা ফলপ্রসূ হয়ে ছে বলে দাবি করছে ইরান। এমনি প্রেক্ষাপটে কোহেনকে বরখাস্ত করলেন নেতানিয়াহু। [৪] গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানকে সরিয়ে দিয়ে তার উপ-প্রধানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নেতানিয়াহু সোমবার রাতে ঘোষণা করেন, মোসাদ প্রধান হিসেবে এই সংস্থার উপ প্রধান ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। [৫] ৫৬ বছর বয়সি বার্নিয়া গত ২৫ বছর ধরে মোসাদে কাজ করছেন। নেতানিয়াহু সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বলেন, ইয়োসি ক...