Posts

Showing posts with the label [১] চলনবিলে সিংড়ায় ২টি করোনা বুথ স্থাপন

[১] চলনবিলে সিংড়ায় ২টি করোনা বুথ স্থাপন

Image
জাকির আকন : [২] চলনবিলের মহামারী করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষ ও পথচারীদের সুরক্ষা এবং জনসচেতনতার লক্ষ্যে সোমবার (২৮ জুন) নাটোরের সিংড়ায় উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। [৩] স্থানীয় সাংসদ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়। সোমবার বেলা ২টায় সিংড়া বাসষ্ট্যান্ড ও জয়বাংলা মোড়ে দুটি বুথ স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সামিরুল ইসলাম। করোনা প্রতিরোধক এই বুথে হাত পরিস্কার সহ পুরাতন মাস্ক রেখে বিনা মুল্যে নতুন মাস্ক নেওয়ার সু-ব্যবস্থা আছে। [৪] উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, সাংবাদিক সহ আরও অনেকে। The post [১] চলনবিলে সিংড়ায় ২টি করোনা বুথ স্থাপন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .