[১] ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে থামিয়ে দিলো হাঙ্গেরি
স্পোর্টস ডেস্ক : [২] ইউরো কাপে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকে দিলো হাঙ্গেরি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এফ’ গ্রুপের ফ্রান্স ও হাঙ্গেরির মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। [৩] এই ম্যাচের আগে মাত্র একটি গোল করেছেন হাঙ্গেরির পাঁচ নম্বর জার্সিধারী। শনিবার (১৯ জুন) পুসকাস এরিনার সবুজ গালিচাতে ভারানকে গতিতে পিছনে ফেলে দিয়ে ফ্রান্সের জালে বল ঠেলে দেয় ফিওলা। দ্বিতীয়ার্ধে সমতা ফেরে ফ্রান্স। কিন্তু ম্যাচটা আর বের করতে পারেনি তারা। এমবাপ্পে, গ্রিজম্যান ও আঙ্গোলো কন্তে সম্বলিত দলকে থামিয়ে দেওয়া হাঙ্গেরির কাছে জয়ের সমতুল্যই বটে। [৪] বলের দখলে প্রতিপক্ষের তুলনায় অনেক এগিয়ে থাকলে ফরোয়ার্ডদের ব্যর্থতার মাশুল দিতে হয়েছে ফ্রান্সকে। পাল্টা আক্রমণে ফ্রান্সের জালে গোল করলেও হাঙ্গেরিকে রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে। – গোল ডটকম The post [১] ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে থামিয়ে দিলো হাঙ্গেরি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .